প্রতিষ্ঠানের ইতিহাস

image-not-found

দু'টি পাতা একটি কুঁড়ির নয়নাভিরাম সৌন্দর্যে ঘেরা ও হাওর বাওরের অপার লীলাভূমি মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলাধীন ৩নং পশ্চিমজুড়ী ইউনিয়নের নিরোদ বিহারী উচ্চ বিদ্যালয়টি এতদঞ্চলের একটি প্রাচীন বিদ্যালয়। এ বিদ্যালয়টি এলাকার বিদ্যুতসাহী ব্যক্তিবর্গের ঐকান্তিক প্রচেষ্টায় ১৯৮৫ খ্রিষ্টাব্দে নিম্ন-মাধ্যমিক বিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। পরবর্তীতে এটি মাধ্যমিক বিদ্যালয় হিসেবে স্বীকৃতি লাভ করে। বিদ্যালয়টির পশ্চিমেএশিয়ার বৃহত্তম হাকালুকি হাওর এবং পূর্বে ধামাই চা বাগান রয়েছে। ভৌগলিক অবস্থানের দিক থেকে বিদ্যালয়টির অবস্থান হাওর অঞ্চলে সমতল ভূমিতে। বিদ্যালয়ের মোট শিক্ষার্থীর সংখ্যা ৬৫০ জন।

#

image-not-found

#

প্রধান শিক্ষকের বাণী

image-not-found

১৯৮৫ সালে প্রতিষ্ঠিত নিরোদ বিহারী উচ্চ বিদ্যালয় মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান । এটি সম্ভব হয়েছে প্রতিষ্ঠানের শিক্ষক,শিক্ষার্থী, অভিভাবক, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ ও এলাকাবাসীর সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে। মান সম্পন্ন শিক্ষা প্রসার এবং কৃতিত্বপূর্ণ ফল অর্জন করে এই প্রতিষ্ঠানটি ইতোমধ্যে মৌলিভীবাজার জেলার মধ্যে একটি স্থান দখল করে নিয়েছে। প্রতিষ্ঠানের সার্বিক ক্ষেত্রে সফলতার জন্য মানুষের মাঝে এক ধরনের চাহিদা সৃষ্টি হওয়ায় তাঁরা তাঁদের কোমলমতি ছেলে মেয়েদের এই প্রতিষ্ঠানে পড়াশুনা করাতে যথেষ্ট আগ্রহী হয়ে উঠেছেন। প্রতিষ্ঠানের সাফল্যে অভিভাকগণের মধ্যে ইতিবাচক প্রভাব ছাড়াও বিভিন্ন পর্যায়ে বেশ প্রসংশনীয় অবদান রাখছে। সবকিছুর মূলে রয়েছে প্রতিষ্ঠানের অটুট শৃঙ্খলা, শিক্ষকগণের একাগ্রতা, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকগণের মধ্যে সমন্বয় সাধন। শিক্ষার্থীদেরকে উপযুক্তভাবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। এই লক্ষ্য বাস্তবায়নের জন্য আমাদের রয়েছে বিরামহীন চেষ্টা ও পরিকল্পনা।

মৃণাল কান্তি দাশ
প্রধান শিক্ষক
নিরোদ বিহারী উচ্চ বিদ্যালয়।